Monday, 17 March 2014

Dark Knight, F6 ও Iron Man 3 সহ ৩০ টি মুভির বাংলা সাবটাইটেল

শুধুমাত্র নতুন বাংলা সাবটাইটেল করা মুভির লিস্ট

  • 1. Iron Man 3
  • 2.  Fast and Furious 6
  • 3. Batman: The Dark Knight
  • 4. Oblivion
  • 5. G.I Joe The Retaliation
  • 6. Evil Dead (2013)
  • 7. The Godfather
  • 8. The Jungle Book
  • 9. The Jungle Book 2
উপরে শুধু নতুন বাংলা সাব করা মুভিগুলোর নাম লিখেছি,  আর আমার করা সমস্ত মুভির বাংলা সাবটাইটেলের লিস্ট দেখতে এবং ডাউনলোড করতে এই লিঙ্কটা ফলো করুন http://subscene.com/u/772726 , আর যদি বিস্তারিত ভাবে লিস্ট আকারে দেখতে চান তাহলে এই লিঙ্কটা ফলো করুন http://on.fb.me/19PusBh

জরুরী নোটঃ

যারা VLC ব্যবহার করেন তাদেরকে জানাচ্ছি যে দয়া করে বাংলা সাব VLC তে ওপেন করবেন না কারণ VLC তে বাংলা লেখা আসবেনা শুধু কোয়েশ্চন মার্ক/বক্স আসবে তাই অনুরোধ রইল অন্য যেকোন প্লেয়ার ব্যবহার করুন তবে KMP সাজেস্ট করব, KMP না থাকলে এই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিন http://bit.ly/pe3jr এবং যদি KMP তেও বাংলা ফন্ট না আসে তাহলে নিশ্চয়ই আপনার পিসিতে "সিয়াম রূপালি" বাংলা ফন্ট নেই,  "সিয়াম রূপালি" বাংলা ফন্ট ডাউনলোড করুন http://on.fb.me/1949k9l

নিজে সাবটাইটেল(বাংলা/ইংরেজী/যেকোন ভাষায়) তৈরি করতে চান তাহলে এখুনি দেখে নিন

আমরা অনেকে সাবটাইটেলের ভক্ত। কারন সাবটাইটেল সহ মুভি/গান দেখলে অনেক মজা লাগে। এটি তৈরি করতে কোন সফট ইউজ করা যায় কিনা জানি না। তবে আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি দেখাব যা তৈরি করতে কোন সফট ইউজ করা লাগবে না। আপনি নিজেই পারবেন। তাহলে চলুন এখন দেখা যাক কিভাবে সাবটাইটেল তৈরি করতে হয়। নিচের পদ্ধতি গুলা দেখেন।
ক) একটি (ডেক্সটপে) নতুন ফোল্ডার খুলুন
খ) ফোল্ডার এর ভিতরে একটি যে কোন গান রাখুন এবং একটি নতুন নোট প্যাড খলুন (এখানে নোটপ্যাড খুলটে তা .txt ডকুমেন্ট রুপে হবে। কিন্তু আমাকে তা .srt ফাইল করতে হবে। না করলে সাবটাইটেল হবে না। কারন সাবটাইটেল এর extension হলো .srt) তাই নিচের ছবির মত file & folder অপশন থেকে Hide extension for known file type তুলে দিন। তারপর আপনি নোটপ্যাডের .txt extension কেটে দিয়ে সেখানে .srt লিখে দিন এবং তারপর yes চাপুন।{মনে রাখবেন যেই গানের সাবটাইটেল তৈরি করবেন তা গানের ফোল্ডারেই রাখতে হবে।তা না হলে দেখা যাবে না সাবটাইটেল}

গ) নোট প্যাডে খুলে নিচে যা লিখলাম তা লিখুন এবং তা যতবার ইচ্ছা কপি পেস্ট করুন নিচে নিচে(যতবার দরকার হবে)। (প্রথম লাইনের 1 হলো সিরিয়াল নং) তারপর (ব্রকেটে আপনি যা লিখবেন তা গান/মুভিতে দেখা যাবে){আরেকটি কথা ব্রকেটে যদি আপনি বংলা লেখেন তাহলে তা বাংলায় দেখা যাবে। ও vlc প্লেয়ারে বাংলা দেখা যাবে না।অন্য সব প্লেয়ারে বংলা দেখা যাবে)
1
00:00:00,000 --> 00:00:00,000
(                                                     )

ঘ)তারপর ctrl+s চেপে সেইভ করুন এবং গানটি প্লেয়ারে চালান। তারপর টাইম অনুযায়ী সাবটাইটেল দেখা যাবে।
এবার আসি মুভির ক্ষেত্রে বাংলায় সাবটাইটেল তৈরি করা---
আমরা অনেকে ইংরেজী ও হিন্দি মুভি দেখি। অনেকে ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুঝি। যারা বুঝি তাদের দরকার নাই। আর যারা বুঝিনা তাদের দরকার আছে এ পদ্ধতি। মুভির ক্ষেত্রে একটু বেশি কাজ করতে হবে। কারন একটা মুভি দুই থেকে আড়াই ঘন্টা হয়ে থাকে। তাই কাজও একটু বেশি। তবে যাই বলেন না কেন নিজে সাবটাইটেল তৈরি করে তা দিয়ে মুভি দেখার মজাই আলাদা। প্রথমে আপনি যে মুভিটি দেখবেন তার সাবটাইটেল টা ইন্টারনেট থেকে নামিয়ে নিন এখান থেকে (http://subscene.com/) (সার্চ দিয়ে নামাতে হবে।)
 ১)সাবটাইটেল নামানোর পর তা নোটপ্যাডে খুলুন।
২)যারা ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুজি তারা ইংরেজী লেখার নিচে বাংলা লিখে দিন এবং সেইভ করুন(ctrl+s চেপে)।এখানে ইংরেজী ডিলিট করে দিতে পারেন।কোন সমস্যা হবে না।
৩) যারা ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুঝেন না তারা http://translate.google.com/ এ গিয়ে ট্রান্সলেট করুন।
সমস্যাঃ-
1.একটা সাবটাইলে কমপক্ষে ১৫০০ লাইন থাকে
2.ট্রান্সলেট করলে পুরাপুরি ঠিক ট্রান্সলেট হয় না। কিছু ভূল থেকেই য়ায়)
সমাধানঃ-
1.আপনি ট্রান্সলেট করার জন্য ৪০০ অথবা ৫০০ লাইন ট্রান্সলেট করুন।http://translate.google.com/
তারপর কপি করে নতুন একটা নোটপ্যাডে রাখুন এবং সেইভ এ্যাজে এ ক্লিক করে সেইভ করুন।নিচের ছবির মত।(এখানে Unicode ইউজ করেছি কারন এতে বংলা বুঝা যাবে।)
2. এক্ষেত্রে আপনাকে ভূল দেখে দেখে ঠিক করে নিতে হবে।
আমি তৈরি করেছি-- এটা একটু দেখুন-----

Multiboot Windows USB-Windows XP, Windows7, Windows8, Windows Live রাখুন একটি পেনড্রাইভেই

Multiboot USB নিয়ে এর আগে আমরা কয়েকটি পোষ্ট করেছিলাম যা ছিলো Yumi আর SARDU নিয়েMultiboot এ আমরা বিভিন্ন Bootable ISO এড করে Bootable Pendrive বা Bootable CD/DVD তৈরি করা দেখেছিতবে এককভাবে Windows এর Multiboot মনে হয় তৈরি করা
হয় নিযদিও নিয়ম একইতারপরও কয়েকজন বন্ধুর অনুরোধে আমরা তেমন একটি কাজ করতে যাচ্ছিআজকে আমরা Windows XP, Windows7, Windows8 এবং Windows Live একসাথে করে কিভাবে Multiboot Windows USB তৈরি করতে হয় তা
দেখবোকাজটি করার জন্য আপনাদের লাগবে Windows XPISO, Windows7 ISO, Windows8 ISO এবং Windows Live ISO ফাইলঅর্থাৎ আপনি যেটি এড করতে চান তার ISO File সাথে SARDUআপনি ইচ্ছে করলে আরো ISO Add/Remove করতে পারেনচলুন তাহলে শুরু করা যাক

আপনার USBDisk টি পিসিতে সংযুক্ত না থাকলে সংযুক্ত করুনতারপর ওটাকে Format করে নিন FAT32 তে এবার SARDU সফটওয়ারের ফোল্ডারটি ওপেন করুনওখানে ISO নামে একটি ফোল্ডার পাবেন
SARDU ফোল্ডারে অবস্থিত ISO ফোল্ডারটি ওপেন করুনআপনি যে যে ISO Add করতে চান তা এখানে রাখুনপ্রয়োজন অনুযায়ী Rename করে নিন আমি Windows XP, Windows7, Windows8, Windows Live এর ISO File গুলো এড করেছি
SARDU সফটওয়ারটি রান করে Windows Button এ যানদেখবেন আপনার Add করা ISO File গুলোতে ঠিক চিহ্ন দেয়া আছেযদি ঠিক  চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার এড করা ISO ফাইলটিকে Rename করতে হবেRename করার পর Refresh Button এ ক্লিক করুন
Search USB বাটনে ক্লিক করুন
আপনার USB টি এখানে দেখাবেযদি একাধিক USB পিসিতে সংযুক্ত থাকে তাহলে লিস্ট থেকে একটি নির্দিষ্ট করে দিন
এবার Build USB বাটনে ক্লিক করুন
কিছুক্ষণের মধ্যে নিচের মত একটি মেসেজ আসতে পারেনYes দিনSARDU কাজ শুরু করবেসবগুলো ফাইল আপনার USB তে কপি হবেঅপেক্ষা করুন
কাজ শেষ হলে নিচের মত মেসেজ আসবেUSB Safely Remove করুনপ্রয়োজন মনে করলে কোথাও একটা USBBackup Copy রেখে দিন যাতে পরবর্তীতে কোন একটা সমস্যা হলে সহজে Restore করে নিতে পারেন
How to Use?
USB টি Bootable করেছেন কিন্তু ওটা থেকে কিভাবে Windows Setup দেবেন তারও কিছু নিয়ম মানতে হবেআর তাহলো প্রথমবার USB থেকে PC Boot করে Windows Setup শুরু করুনপরেরবার থেকে BIOS Settings পরিবর্তন করে 1st Boot Device HDD করে দিন যাতে USB থেকে PC Boot না করেফলে USB PC তে লাগানো থাকলেও USB থেকে আরো Boot করবে নাএক্সপি Setup করার জন্য দুটো মেন্যু আছে ১ম Menu টা দিয়ে প্রথমবার Setup করুনপরের বার থেকে ২য় Menu বা 1st Boot Device HDD দিয়ে কাজ শেষ করুন
Name of ISO:
যে ISO আপনি এড করবেন তা SARDU’র নিয়ম মত দিতে হবে যাতে SARDUISO কে চিনতে পারে। অর্থাৎ আপনার ISO গুলোকে Rename করে দিতে হবে। প্রত্যেকটা Menu’র উপর মাউস ধরলেই তার নাম দেখায়। আমি সবগুলো এখানে দিতে পারি নি কারণ টিটি বেশি লিংক সাপোর্ট করে না। তাই আপনার ISO গুলো নাম জানতে চায়লে আমার ব্লগের পোষ্টটি দেখতে পারেন।

Download: HomepageCNETSoftpedia 

আপনার প্রিয় যেকোন মুভির বাংলা ভাষায় সাবটাইটেল তৈরী করুন এবার নিজেই (HD Video Tutorial)

 কিভাবে বাংলা সাবটাইটেল তৈরী করতে হয়?
সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন।
বাংলা সাবটাইটেল তৈরী করতে আপনার প্রয়োজন হবে মাত্র দুটি জিনিষের
১। ইউনিকোড সাপোর্টেড যেকোন বাংলা ফন্ট যেমন Siyamrupali ডাউনলোড করে নিন এখান থেকে। ডাউনলোড শেষে ডাবল ক্লিক করে ফন্টটি আপনার পিসিতে ইন্সটল করে নিন।
২। বাংলা সাপোর্ট করা এই এসআরটি ফাইলটি যেটি ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড করা শেষ! তারমানে এবার আপনার যোগার যন্ত্র মোটামুটি সম্পন্ন হয়েছে।
এবার আপনি যে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরী করতে চাচ্ছেন সেই মুভিটির একটি ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। আর সেই ব্লুরে প্রিন্টের  ডায়লগের এর সাথে ম্যাচ ম্যাচ (সিংক্রোনাইজিং) করে করে এমন একটি ইংরেজী ভাষার সাব টাইটেল ডাউনলোড করে নিন। ব্লুরে রিপ প্রিন্টের উপর আমি জোর দিচ্ছি কারণ আপনি কষ্ট করে যে সাব টাইটেলটি তৈরী করছেন তা যুগের পর যুগ মানুষ ডাউনলোড করে দেখবে। কিন্তু যদি আপনি বাজে মানের একটি প্রিন্টের ডায়লগ সাথে ম্যাচ (সিংক্রোনাইজিং) করে  সাব টাইটেল টি  তৈরী করেন যে প্রিন্ট বেশীর ভাগ মানুষই দেখতে পছন্দ করবেনা, তাহলে তারা আপনার তৈরী করা সাব টাইটেলটিও দেখতে পারবে না। কারণ লো কোয়ালিটির প্রিন্টের উপযুক্ত সাবটাইটেল বেশীর ভাগ ক্ষেত্রেই ব্লুরে রিপ প্রিন্টের ডায়লগের সাথে সিংক্রোনাইজিং করবে না। অর্থ্যাৎ দেখা যাবে যে ডায়লগ বলে ফেলেছে তার পর আপনার সাবটাইটেলটিতে উক্ত ডায়লগ প্রদর্শিত হচ্ছে, কিংবা ডায়লগ এখনো বলেই নি অথচ আপনার সাবটাইটেল উক্ত ডায়লগ প্রদর্শন অলরেডি শেষ করে ফেলেছে। তাই কষ্ট করে হলেও ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসমর্থ হলে নিকটস্থ কারো কাছ থেকে যোগার করে নিন।
এবার কিভাবে কি করতে হবে তা বিস্তারিত দেখে নিন ১৮ মিনিটের এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে।
এখানে যে এসআরটি ফাইলটি শেয়ার করা হয়েছে তা আমার তৈরী নয়, এটির পুরো কৃতিত্ত্ব পাবে ফেসবুকের বাংলা সাবটাইটেল গ্রুপ এর
বাংলা সাবটাইটেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে উক্তগ্রুপে লাইক দিতে পারেন।
সাবটাইটেল তৈরী শেষে এবার সেটি পাবলিশ করার পালা। সাবসিন সাবটাইটেল ডাউনলোড করার জনপ্রিয় একটি সাইট। আপনি চাইলে এখানে আপনার তৈরীকৃত সাবটাইটেলটি আপলোড করে ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বে। তার জন্য শুরুতেই সাবসিনে আপনার ইমেইল ঠিকানা দিয়ে একটি ফ্রি একাউন্ট খুলে ফেলুন আর এবার আপলোড করে লিংক শেয়ার করে দিন ব্যাস পাবলিশ হয়ে গেলো।
পরিশেষে একটি দুঃখের কথা বলি,
আমার তৈরী করা সাবটাইটেলটি এখন পর্যন্ত ৮০০ জনেরও উপরে, মানুষ এটি ডাউনলোড করেছে কিন্তু..........
রেটিং করেছে ..... মাত্র ৪জন মানুষ।
অথচ আপনি যদি একটু কষ্ট করে সাবসিনে একটি একাউন্ট করে নিয়ে সকল বাংলা সাবটাইটেল গুলোকে গুড রেটিং দেন তাহলে ধীরে ধীরে বাংলা ভাষাটিও সাবসিনের কাছে একটি পপুলার ভাষা হিসেবে গন্য হবে। তাই যাদের সামর্থ আছে সকলের কাছেই অনুরোধ থাকলো বাংলা ভাষায় তৈরী সাবটাইটেলগুলোকে মাত্র একটিবার গুড রেটিং দিয়ে ভাষাকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখুন। কারণ আপনার দেয়া রেটিং এ উক্ত সাবটাইটেল আপলোড কারীর পকেটে এক পয়সাও উঠবেনা শুধু তার একটু উৎসাহ বাড়বে এই যা!