Monday, 17 March 2014
Dark Knight, F6 ও Iron Man 3 সহ ৩০ টি মুভির বাংলা সাবটাইটেল
শুধুমাত্র নতুন বাংলা সাবটাইটেল করা মুভির লিস্ট
- 1. Iron Man 3
- 2. Fast and Furious 6
- 3. Batman: The Dark Knight
- 4. Oblivion
- 5. G.I Joe The Retaliation
- 6. Evil Dead (2013)
- 7. The Godfather
- 8. The Jungle Book
- 9. The Jungle Book 2
জরুরী নোটঃ
যারা VLC ব্যবহার করেন তাদেরকে জানাচ্ছি যে দয়া করে বাংলা সাব VLC তে ওপেন করবেন না কারণ VLC তে বাংলা লেখা আসবেনা শুধু কোয়েশ্চন মার্ক/বক্স আসবে তাই অনুরোধ রইল অন্য যেকোন প্লেয়ার ব্যবহার করুন তবে KMP সাজেস্ট করব, KMP না থাকলে এই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিন http://bit.ly/pe3jr এবং যদি KMP তেও বাংলা ফন্ট না আসে তাহলে নিশ্চয়ই আপনার পিসিতে "সিয়াম রূপালি" বাংলা ফন্ট নেই, "সিয়াম রূপালি" বাংলা ফন্ট ডাউনলোড করুন http://on.fb.me/1949k9lনিজে সাবটাইটেল(বাংলা/ইংরেজী/যেকোন ভাষায়) তৈরি করতে চান তাহলে এখুনি দেখে নিন
আমরা অনেকে সাবটাইটেলের ভক্ত। কারন সাবটাইটেল সহ মুভি/গান দেখলে অনেক
মজা লাগে। এটি তৈরি করতে কোন সফট ইউজ করা যায় কিনা জানি না। তবে আমি
আপনাদেরকে একটি সহজ পদ্ধতি দেখাব যা তৈরি করতে কোন সফট ইউজ করা লাগবে না।
আপনি নিজেই পারবেন। তাহলে চলুন এখন দেখা যাক কিভাবে সাবটাইটেল তৈরি করতে
হয়। নিচের পদ্ধতি গুলা দেখেন।
ক) একটি (ডেক্সটপে) নতুন ফোল্ডার খুলুন
খ) ফোল্ডার এর ভিতরে একটি যে কোন গান রাখুন এবং একটি নতুন নোট প্যাড খলুন (এখানে নোটপ্যাড খুলটে তা .txt ডকুমেন্ট রুপে হবে। কিন্তু আমাকে তা .srt ফাইল করতে হবে। না করলে সাবটাইটেল হবে না। কারন সাবটাইটেল এর extension হলো .srt) তাই নিচের ছবির মত file & folder অপশন থেকে Hide extension for known file type তুলে দিন। তারপর আপনি নোটপ্যাডের .txt extension কেটে দিয়ে সেখানে .srt লিখে দিন এবং তারপর yes চাপুন।{মনে রাখবেন যেই গানের সাবটাইটেল তৈরি করবেন তা গানের ফোল্ডারেই রাখতে হবে।তা না হলে দেখা যাবে না সাবটাইটেল}

গ) নোট প্যাডে খুলে নিচে যা লিখলাম তা লিখুন এবং তা যতবার ইচ্ছা কপি পেস্ট করুন নিচে নিচে(যতবার দরকার হবে)। (প্রথম লাইনের 1 হলো সিরিয়াল নং) তারপর (ব্রকেটে আপনি যা লিখবেন তা গান/মুভিতে দেখা যাবে){আরেকটি কথা ব্রকেটে যদি আপনি বংলা লেখেন তাহলে তা বাংলায় দেখা যাবে। ও vlc প্লেয়ারে বাংলা দেখা যাবে না।অন্য সব প্লেয়ারে বংলা দেখা যাবে)
1
00:00:00,000 --> 00:00:00,000
( )

ঘ)তারপর ctrl+s চেপে সেইভ করুন এবং গানটি প্লেয়ারে চালান। তারপর টাইম অনুযায়ী সাবটাইটেল দেখা যাবে।
এবার আসি মুভির ক্ষেত্রে বাংলায় সাবটাইটেল তৈরি করা---
আমরা অনেকে ইংরেজী ও হিন্দি মুভি দেখি। অনেকে ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুঝি। যারা বুঝি তাদের দরকার নাই। আর যারা বুঝিনা তাদের দরকার আছে এ পদ্ধতি। মুভির ক্ষেত্রে একটু বেশি কাজ করতে হবে। কারন একটা মুভি দুই থেকে আড়াই ঘন্টা হয়ে থাকে। তাই কাজও একটু বেশি। তবে যাই বলেন না কেন নিজে সাবটাইটেল তৈরি করে তা দিয়ে মুভি দেখার মজাই আলাদা। প্রথমে আপনি যে মুভিটি দেখবেন তার সাবটাইটেল টা ইন্টারনেট থেকে নামিয়ে নিন এখান থেকে (http://subscene.com/) (সার্চ দিয়ে নামাতে হবে।)
১)সাবটাইটেল নামানোর পর তা নোটপ্যাডে খুলুন।
২)যারা ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুজি তারা ইংরেজী লেখার নিচে বাংলা লিখে দিন এবং সেইভ করুন(ctrl+s চেপে)।এখানে ইংরেজী ডিলিট করে দিতে পারেন।কোন সমস্যা হবে না।
৩) যারা ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুঝেন না তারা http://translate.google.com/ এ গিয়ে ট্রান্সলেট করুন।
সমস্যাঃ-
1.একটা সাবটাইলে কমপক্ষে ১৫০০ লাইন থাকে
2.ট্রান্সলেট করলে পুরাপুরি ঠিক ট্রান্সলেট হয় না। কিছু ভূল থেকেই য়ায়)
সমাধানঃ-
1.আপনি ট্রান্সলেট করার জন্য ৪০০ অথবা ৫০০ লাইন ট্রান্সলেট করুন।http://translate.google.com/
তারপর
কপি করে নতুন একটা নোটপ্যাডে রাখুন এবং সেইভ এ্যাজে এ ক্লিক করে সেইভ
করুন।নিচের ছবির মত।(এখানে Unicode ইউজ করেছি কারন এতে বংলা বুঝা যাবে।)
2. এক্ষেত্রে আপনাকে ভূল দেখে দেখে ঠিক করে নিতে হবে।
আমি তৈরি করেছি-- এটা একটু দেখুন-----

ক) একটি (ডেক্সটপে) নতুন ফোল্ডার খুলুন
খ) ফোল্ডার এর ভিতরে একটি যে কোন গান রাখুন এবং একটি নতুন নোট প্যাড খলুন (এখানে নোটপ্যাড খুলটে তা .txt ডকুমেন্ট রুপে হবে। কিন্তু আমাকে তা .srt ফাইল করতে হবে। না করলে সাবটাইটেল হবে না। কারন সাবটাইটেল এর extension হলো .srt) তাই নিচের ছবির মত file & folder অপশন থেকে Hide extension for known file type তুলে দিন। তারপর আপনি নোটপ্যাডের .txt extension কেটে দিয়ে সেখানে .srt লিখে দিন এবং তারপর yes চাপুন।{মনে রাখবেন যেই গানের সাবটাইটেল তৈরি করবেন তা গানের ফোল্ডারেই রাখতে হবে।তা না হলে দেখা যাবে না সাবটাইটেল}

গ) নোট প্যাডে খুলে নিচে যা লিখলাম তা লিখুন এবং তা যতবার ইচ্ছা কপি পেস্ট করুন নিচে নিচে(যতবার দরকার হবে)। (প্রথম লাইনের 1 হলো সিরিয়াল নং) তারপর (ব্রকেটে আপনি যা লিখবেন তা গান/মুভিতে দেখা যাবে){আরেকটি কথা ব্রকেটে যদি আপনি বংলা লেখেন তাহলে তা বাংলায় দেখা যাবে। ও vlc প্লেয়ারে বাংলা দেখা যাবে না।অন্য সব প্লেয়ারে বংলা দেখা যাবে)
1
00:00:00,000 --> 00:00:00,000
( )

ঘ)তারপর ctrl+s চেপে সেইভ করুন এবং গানটি প্লেয়ারে চালান। তারপর টাইম অনুযায়ী সাবটাইটেল দেখা যাবে।এবার আসি মুভির ক্ষেত্রে বাংলায় সাবটাইটেল তৈরি করা---
আমরা অনেকে ইংরেজী ও হিন্দি মুভি দেখি। অনেকে ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুঝি। যারা বুঝি তাদের দরকার নাই। আর যারা বুঝিনা তাদের দরকার আছে এ পদ্ধতি। মুভির ক্ষেত্রে একটু বেশি কাজ করতে হবে। কারন একটা মুভি দুই থেকে আড়াই ঘন্টা হয়ে থাকে। তাই কাজও একটু বেশি। তবে যাই বলেন না কেন নিজে সাবটাইটেল তৈরি করে তা দিয়ে মুভি দেখার মজাই আলাদা। প্রথমে আপনি যে মুভিটি দেখবেন তার সাবটাইটেল টা ইন্টারনেট থেকে নামিয়ে নিন এখান থেকে (http://subscene.com/) (সার্চ দিয়ে নামাতে হবে।)
১)সাবটাইটেল নামানোর পর তা নোটপ্যাডে খুলুন।
২)যারা ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুজি তারা ইংরেজী লেখার নিচে বাংলা লিখে দিন এবং সেইভ করুন(ctrl+s চেপে)।এখানে ইংরেজী ডিলিট করে দিতে পারেন।কোন সমস্যা হবে না।
৩) যারা ইংরেজী/হিন্দি/তামিল মুভির ভাষা বুঝেন না তারা http://translate.google.com/ এ গিয়ে ট্রান্সলেট করুন।সমস্যাঃ-
1.একটা সাবটাইলে কমপক্ষে ১৫০০ লাইন থাকে
2.ট্রান্সলেট করলে পুরাপুরি ঠিক ট্রান্সলেট হয় না। কিছু ভূল থেকেই য়ায়)
সমাধানঃ-
1.আপনি ট্রান্সলেট করার জন্য ৪০০ অথবা ৫০০ লাইন ট্রান্সলেট করুন।http://translate.google.com/
তারপর
কপি করে নতুন একটা নোটপ্যাডে রাখুন এবং সেইভ এ্যাজে এ ক্লিক করে সেইভ
করুন।নিচের ছবির মত।(এখানে Unicode ইউজ করেছি কারন এতে বংলা বুঝা যাবে।)
2. এক্ষেত্রে আপনাকে ভূল দেখে দেখে ঠিক করে নিতে হবে।আমি তৈরি করেছি-- এটা একটু দেখুন-----

Multiboot Windows USB-Windows XP, Windows7, Windows8, Windows Live রাখুন একটি পেনড্রাইভেই
Multiboot USB নিয়ে এর আগে আমরা কয়েকটি পোষ্ট করেছিলাম যা ছিলো Yumi আর SARDU নিয়ে। ঐ Multiboot এ আমরা বিভিন্ন Bootable ISO এড করে Bootable Pendrive বা Bootable CD/DVD তৈরি করা দেখেছি।তবে এককভাবে Windows এর Multiboot মনে হয় তৈরি করা
হয় নি।যদিও নিয়ম একই।তারপরও কয়েকজন বন্ধুর অনুরোধে আমরা তেমন একটি কাজ করতে যাচ্ছি।আজকে আমরা Windows XP, Windows7, Windows8 এবং Windows Live একসাথে করে কিভাবে Multiboot Windows USB তৈরি করতে হয় তা
দেখবো।কাজটি করার জন্য আপনাদের লাগবে Windows XPISO, Windows7 ISO, Windows8 ISO এবং Windows Live ISO ফাইল।অর্থাৎ আপনি যেটি এড করতে চান তার ISO File সাথে SARDU।আপনি ইচ্ছে করলে আরো ISO Add/Remove করতে পারেন।চলুন তাহলে শুরু করা যাক।
হয় নি।যদিও নিয়ম একই।তারপরও কয়েকজন বন্ধুর অনুরোধে আমরা তেমন একটি কাজ করতে যাচ্ছি।আজকে আমরা Windows XP, Windows7, Windows8 এবং Windows Live একসাথে করে কিভাবে Multiboot Windows USB তৈরি করতে হয় তা
দেখবো।কাজটি করার জন্য আপনাদের লাগবে Windows XPISO, Windows7 ISO, Windows8 ISO এবং Windows Live ISO ফাইল।অর্থাৎ আপনি যেটি এড করতে চান তার ISO File সাথে SARDU।আপনি ইচ্ছে করলে আরো ISO Add/Remove করতে পারেন।চলুন তাহলে শুরু করা যাক।
১। আপনার USBDisk টি পিসিতে সংযুক্ত না থাকলে সংযুক্ত করুন। তারপর ওটাকে Format করে নিন FAT32 তে। এবার SARDU সফটওয়ারের ফোল্ডারটি ওপেন করুন।ওখানে ISO নামে একটি ফোল্ডার পাবেন।
২। SARDU ফোল্ডারে অবস্থিত ISO ফোল্ডারটি ওপেন করুন। আপনি যে যে ISO Add করতে চান তা এখানে রাখুন। প্রয়োজন অনুযায়ী Rename করে নিন। আমি Windows XP, Windows7, Windows8, Windows Live এর ISO File গুলো এড করেছি।
৩। SARDU সফটওয়ারটি রান করে Windows Button এ যান। দেখবেন আপনার Add করা ISO File গুলোতে ঠিক চিহ্ন দেয়া আছে। যদি ঠিক চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার এড করা ISO ফাইলটিকে Rename করতে হবে। Rename করার পর Refresh Button এ ক্লিক করুন।
৪।Search USB বাটনে ক্লিক করুন।
৫। আপনার USB টি এখানে দেখাবে। যদি একাধিক USB পিসিতে সংযুক্ত থাকে তাহলে লিস্ট থেকে একটি নির্দিষ্ট করে দিন।
৬। এবার Build USB বাটনে ক্লিক করুন।
৭। কিছুক্ষণের মধ্যে নিচের মত একটি মেসেজ আসতে পারেন। Yes দিন। SARDU কাজ শুরু করবে।সবগুলো ফাইল আপনার USB তে কপি হবে। অপেক্ষা করুন।
৮। কাজ শেষ হলে নিচের মত মেসেজ আসবে। USB Safely Remove করুন।প্রয়োজন মনে করলে কোথাও একটা USBBackup Copy রেখে দিন যাতে পরবর্তীতে কোন একটা সমস্যা হলে সহজে Restore করে নিতে পারেন।
How to Use?
USB টি Bootable করেছেন কিন্তু ওটা থেকে কিভাবে Windows Setup দেবেন তারও কিছু নিয়ম মানতে হবে। আর তাহলো প্রথমবার USB থেকে PC Boot করে Windows Setup শুরু করুন। পরেরবার থেকে BIOS Settings পরিবর্তন করে 1st Boot Device HDD করে দিন যাতে USB থেকে PC Boot না করে। ফলে USB PC তে লাগানো থাকলেও USB থেকে আরো Boot করবে না। এক্সপি Setup করার জন্য দুটো মেন্যু আছে। ১ম Menu টা দিয়ে প্রথমবার Setup করুন। পরের বার থেকে ২য় Menu বা 1st Boot Device HDD দিয়ে কাজ শেষ করুন।
Name of ISO:
যে ISO আপনি এড করবেন তা SARDU’র নিয়ম মত দিতে হবে যাতে SARDU ঐ ISO কে চিনতে পারে। অর্থাৎ আপনার ISO গুলোকে Rename করে দিতে হবে। প্রত্যেকটা Menu’র
উপর মাউস ধরলেই তার নাম দেখায়। আমি সবগুলো এখানে দিতে পারি নি কারণ টিটি
বেশি লিংক সাপোর্ট করে না। তাই আপনার ISO গুলো নাম জানতে চায়লে আমার ব্লগের পোষ্টটি দেখতে পারেন।
Download: Homepage, CNET, Softpedia
আপনার প্রিয় যেকোন মুভির বাংলা ভাষায় সাবটাইটেল তৈরী করুন এবার নিজেই (HD Video Tutorial)
কিভাবে বাংলা সাবটাইটেল তৈরী করতে হয়?
সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন।
বাংলা সাবটাইটেল তৈরী করতে আপনার প্রয়োজন হবে মাত্র দুটি জিনিষের
১। ইউনিকোড সাপোর্টেড যেকোন বাংলা ফন্ট যেমন Siyamrupali ডাউনলোড করে নিন এখান থেকে। ডাউনলোড শেষে ডাবল ক্লিক করে ফন্টটি আপনার পিসিতে ইন্সটল করে নিন।
২। বাংলা সাপোর্ট করা এই এসআরটি ফাইলটি যেটি ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড করা শেষ! তারমানে এবার আপনার যোগার যন্ত্র মোটামুটি সম্পন্ন হয়েছে।
এবার আপনি যে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরী করতে চাচ্ছেন সেই মুভিটির একটি ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। আর সেই ব্লুরে প্রিন্টের ডায়লগের এর সাথে ম্যাচ ম্যাচ (সিংক্রোনাইজিং) করে করে এমন একটি ইংরেজী ভাষার সাব টাইটেল ডাউনলোড করে নিন। ব্লুরে রিপ প্রিন্টের উপর আমি জোর দিচ্ছি কারণ আপনি কষ্ট করে যে সাব টাইটেলটি তৈরী করছেন তা যুগের পর যুগ মানুষ ডাউনলোড করে দেখবে। কিন্তু যদি আপনি বাজে মানের একটি প্রিন্টের ডায়লগ সাথে ম্যাচ (সিংক্রোনাইজিং) করে সাব টাইটেল টি তৈরী করেন যে প্রিন্ট বেশীর ভাগ মানুষই দেখতে পছন্দ করবেনা, তাহলে তারা আপনার তৈরী করা সাব টাইটেলটিও দেখতে পারবে না। কারণ লো কোয়ালিটির প্রিন্টের উপযুক্ত সাবটাইটেল বেশীর ভাগ ক্ষেত্রেই ব্লুরে রিপ প্রিন্টের ডায়লগের সাথে সিংক্রোনাইজিং করবে না। অর্থ্যাৎ দেখা যাবে যে ডায়লগ বলে ফেলেছে তার পর আপনার সাবটাইটেলটিতে উক্ত ডায়লগ প্রদর্শিত হচ্ছে, কিংবা ডায়লগ এখনো বলেই নি অথচ আপনার সাবটাইটেল উক্ত ডায়লগ প্রদর্শন অলরেডি শেষ করে ফেলেছে। তাই কষ্ট করে হলেও ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসমর্থ হলে নিকটস্থ কারো কাছ থেকে যোগার করে নিন।
এবার কিভাবে কি করতে হবে তা বিস্তারিত দেখে নিন ১৮ মিনিটের এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে।
এখানে যে এসআরটি ফাইলটি শেয়ার করা হয়েছে তা আমার তৈরী নয়, এটির পুরো কৃতিত্ত্ব পাবে ফেসবুকের বাংলা সাবটাইটেল গ্রুপ এর
বাংলা সাবটাইটেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে উক্তগ্রুপে লাইক দিতে পারেন।
সাবটাইটেল তৈরী শেষে এবার সেটি পাবলিশ করার পালা। সাবসিন সাবটাইটেল ডাউনলোড করার জনপ্রিয় একটি সাইট। আপনি চাইলে এখানে আপনার তৈরীকৃত সাবটাইটেলটি আপলোড করে ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বে। তার জন্য শুরুতেই সাবসিনে আপনার ইমেইল ঠিকানা দিয়ে একটি ফ্রি একাউন্ট খুলে ফেলুন আর এবার আপলোড করে লিংক শেয়ার করে দিন ব্যাস পাবলিশ হয়ে গেলো।
পরিশেষে একটি দুঃখের কথা বলি,
রেটিং করেছে ..... মাত্র ৪জন মানুষ।
সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন।
বাংলা সাবটাইটেল তৈরী করতে আপনার প্রয়োজন হবে মাত্র দুটি জিনিষের
১। ইউনিকোড সাপোর্টেড যেকোন বাংলা ফন্ট যেমন Siyamrupali ডাউনলোড করে নিন এখান থেকে। ডাউনলোড শেষে ডাবল ক্লিক করে ফন্টটি আপনার পিসিতে ইন্সটল করে নিন।
২। বাংলা সাপোর্ট করা এই এসআরটি ফাইলটি যেটি ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড করা শেষ! তারমানে এবার আপনার যোগার যন্ত্র মোটামুটি সম্পন্ন হয়েছে।
এবার আপনি যে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরী করতে চাচ্ছেন সেই মুভিটির একটি ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। আর সেই ব্লুরে প্রিন্টের ডায়লগের এর সাথে ম্যাচ ম্যাচ (সিংক্রোনাইজিং) করে করে এমন একটি ইংরেজী ভাষার সাব টাইটেল ডাউনলোড করে নিন। ব্লুরে রিপ প্রিন্টের উপর আমি জোর দিচ্ছি কারণ আপনি কষ্ট করে যে সাব টাইটেলটি তৈরী করছেন তা যুগের পর যুগ মানুষ ডাউনলোড করে দেখবে। কিন্তু যদি আপনি বাজে মানের একটি প্রিন্টের ডায়লগ সাথে ম্যাচ (সিংক্রোনাইজিং) করে সাব টাইটেল টি তৈরী করেন যে প্রিন্ট বেশীর ভাগ মানুষই দেখতে পছন্দ করবেনা, তাহলে তারা আপনার তৈরী করা সাব টাইটেলটিও দেখতে পারবে না। কারণ লো কোয়ালিটির প্রিন্টের উপযুক্ত সাবটাইটেল বেশীর ভাগ ক্ষেত্রেই ব্লুরে রিপ প্রিন্টের ডায়লগের সাথে সিংক্রোনাইজিং করবে না। অর্থ্যাৎ দেখা যাবে যে ডায়লগ বলে ফেলেছে তার পর আপনার সাবটাইটেলটিতে উক্ত ডায়লগ প্রদর্শিত হচ্ছে, কিংবা ডায়লগ এখনো বলেই নি অথচ আপনার সাবটাইটেল উক্ত ডায়লগ প্রদর্শন অলরেডি শেষ করে ফেলেছে। তাই কষ্ট করে হলেও ব্লুরে রিপ প্রিন্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসমর্থ হলে নিকটস্থ কারো কাছ থেকে যোগার করে নিন।
এবার কিভাবে কি করতে হবে তা বিস্তারিত দেখে নিন ১৮ মিনিটের এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে।
এখানে যে এসআরটি ফাইলটি শেয়ার করা হয়েছে তা আমার তৈরী নয়, এটির পুরো কৃতিত্ত্ব পাবে ফেসবুকের বাংলা সাবটাইটেল গ্রুপ এর
বাংলা সাবটাইটেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে উক্তগ্রুপে লাইক দিতে পারেন।
সাবটাইটেল তৈরী শেষে এবার সেটি পাবলিশ করার পালা। সাবসিন সাবটাইটেল ডাউনলোড করার জনপ্রিয় একটি সাইট। আপনি চাইলে এখানে আপনার তৈরীকৃত সাবটাইটেলটি আপলোড করে ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বে। তার জন্য শুরুতেই সাবসিনে আপনার ইমেইল ঠিকানা দিয়ে একটি ফ্রি একাউন্ট খুলে ফেলুন আর এবার আপলোড করে লিংক শেয়ার করে দিন ব্যাস পাবলিশ হয়ে গেলো।
পরিশেষে একটি দুঃখের কথা বলি,

আমার তৈরী করা সাবটাইটেলটি এখন পর্যন্ত ৮০০ জনেরও উপরে, মানুষ এটি ডাউনলোড করেছে কিন্তু..........
রেটিং করেছে ..... মাত্র ৪জন মানুষ।
অথচ আপনি যদি একটু কষ্ট করে সাবসিনে একটি
একাউন্ট করে নিয়ে সকল বাংলা সাবটাইটেল গুলোকে গুড রেটিং দেন তাহলে ধীরে
ধীরে বাংলা ভাষাটিও সাবসিনের কাছে একটি পপুলার ভাষা হিসেবে গন্য হবে। তাই
যাদের সামর্থ আছে সকলের কাছেই অনুরোধ থাকলো বাংলা ভাষায় তৈরী
সাবটাইটেলগুলোকে মাত্র একটিবার গুড রেটিং দিয়ে ভাষাকে এগিয়ে নিয়ে যেতে
অবদান রাখুন। কারণ আপনার দেয়া রেটিং এ উক্ত সাবটাইটেল আপলোড কারীর পকেটে এক
পয়সাও উঠবেনা শুধু তার একটু উৎসাহ বাড়বে এই যা!
Subscribe to:
Comments (Atom)
Technology
Blog Archive
-
▼
2014
(43)
-
▼
March
(42)
- Dark Knight, F6 ও Iron Man 3 সহ ৩০ টি মুভির বাংলা ...
- নিজে সাবটাইটেল(বাংলা/ইংরেজী/যেকোন ভাষায়) তৈরি করতে...
- Multiboot Windows USB-Windows XP, Windows7, Window...
- আপনার প্রিয় যেকোন মুভির বাংলা ভাষায় সাবটাইটেল তৈরী...
- অমর একুশেতে নিয়ে নিন বাংলা লেখার জন্য সবচাইতে স্ম...
- ম্যামোরি কার্ড রিকভার করুন পিসি ইন্সপেক্টর দিয়ে
- USB ডিভাইসের ভাইরাস হতে রক্ষা পেতে অসাধারণ এক সফটও...
- গোপনে কপি করে নিন Pendrive এর সবকিছু
- ছবি+ফাইল……!!!!!!!
- সকলের জন্য ২ টা ওয়েব সাইট কাজে লাগবেই
- একসাথে সর্বোচ্চ ১৭ টি সার্ভারে একসাথে ফাইল আপলোড করুন
- আপনার ব্লগে যুক্ত করুন একটি ডিজিটাল ঘড়ি
- পিডিএফ নিয়ে সব সমস্যার সমাধান এক পোস্টে
- একসাথে ৫০-১০০ বা তারও বেশী ছবি রিসাইজ করুন
- নিজের করে সাজিয়ে নিন আপনার যেকোন ফোল্ডার এর ব্যাক...
- কিছু চোখ ধাঁধানো ব্লগার টেমপ্লেট
- সুন্দর করে সাজিয়ে নিন আপনার ব্লগস্পটের ব্লগকে
- সুন্দর করে সাজিয়ে নিন আপনার ব্লগস্পট সাইট (ব্লগস্প...
- ১০ টি বেস্ট ম্যাগাজিন স্টাইল এর ব্লগার টেমপ্লেট (স...
- কালেকশনে রাখুন কিছু ফ্রি ব্লগার টেমপ্লেট সাইট ।
- কিভাবে ব্লগে যুক্ত করবেন মাউস থেকে ঝরে পড়া ইনপেক্ট?
- ব্লগস্পট ব্লগে প্রতি পোস্টে এবং পেজে ভিজিটর কাউন্ট...
- ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করুন আপনার পছন্দমত
- 150 টিরও বেশি সার্চ ইন্জিনে সাবমিট করুন আপনার ওয়েব...
- Add Animated Recent Post Widget Sliding Recent Pos...
- New and Flexible Recent Posts Widget With Thumbnai...
- How to Install Internet Download Manager (IDM) wit...
- How to Split and join the file using HJ-Split S...
- How to install missing dll using Dll files fixer S...
- How to Delete facebook account Permanently ?
- How to Install Internet Download Manager (IDM) wit...
- How to Use the Indian Rupee Symbol in Microsoft Of...
- আয় করুন ফেবু-টুইটারে লাইক-কমেন্ট-ফলো করে!!!!
- এবার আয় করুন ফেসবুক, টুইটার থেকে (সবচেয়ে ভাল সাইট)
- How to use LaTeX on blogspot?
- How To Add Related Posts Widget To Blogger with Th...
- How to Easily Create Tables in Blogger using Micro...
- ব্লগে টেবিল যুক্ত করুন কোনো প্রকার কোডিং ছাড়াই।
- আসুন দেখে নিই কভাবে ব্লগে বা ওয়েব সাইটে টেবিল যুক্...
- Animated Flying Twitter Bird Widget to Blogger Blogs
- কিভাবে আপনার ব্লগার ব্লগ এর .IN কে .COM এ পরিবর্তন...
- Install CCTV Cameras Photo Widget in Blog
-
▼
March
(42)
Ads 230 x 230
Labels
Hot Games
News in pictures
Heroes
Shooter Games
Recent Posts
Popular Posts
-
আমাদের মধ্যে ইন্টারনেটে আয় করার ইচ্ছা থাকলেও আমারা বুঝতে পারি না কোন সাইট থেকে আয় করব। আজকে এমন এক সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যে সাইটি ...
-
আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে http://WWW.আপনার ব্লগ.BLOGSPOT.IN কে http://WWW.আপনার ব্লগ.BLOGSPOT.COM এ পরিবর্তন করবেন । আশাকরি বিষয়...
-
Live Demo Follow the step by step instructions to add this widget in Blogger: Sign in to Blogger Go to Layout > Add a Gadget ...
-
আমরা অনেকে সাবটাইটেলের ভক্ত। কারন সাবটাইটেল সহ মুভি/গান দেখলে অনেক মজা লাগে। এটি তৈরি করতে কোন সফট ইউজ করা যায় কিনা জানি না। তবে আমি আপনা...
-
Creating tables is Blogger is something that needs a bit of expertise in HTML and well as in CSS. Sometime you might w...
-
আমরা অনেকেই আছি যারা ব্লগস্পটকে ব্যবহার করি ফ্রি ব্লগ করার জন্য।কিন্তু ব্লগারের সেই টেমপ্লেট গুলো ব্যবহার করতে করতে এখন আমরা অতিষ্ট।সময় এ...
-
Now here is a wonderful hack for displaying related posts beneath each of your blog posts, along with thumbnails. The related articles are...
-
আমাদের প্রায় প্রত্যেকেরই ফ্রি অথবা কেনা ওয়েবসাইট বা ব্লগসাইট আছে । আমরা যদি কোন সফটওয়ার, মিউজিক বা মুভির কোন ওয়েব সাইট তৈরি করি তাহলে হোস...
-
আমরা অনেকেই ইন্টারনেট একপ্লোরার ব্যবহারর করে থাকি শুধুমাত্র সিকিউরিটির জন্য । কিন্তু এটা আমার মনে হয় সবচেয়ে স্লো ব্রাউজার । আমরা যারা নেট...
-
ব্লগার বন্ধুদের জন্য আজকে একটা টিপস শেয়ার করবো-কোনো প্রকার কোডিং ছাড়াই ব্লগে টেবিল যুক্ত করুন ,যাই হোক কাজে কথায় আসি আপনাকে এর জন্য যা যা ...







